সিটিজেন চার্টার
বাংলাদেশ শিশু একাডেমী, রাজবাড়ী, শিশুদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশের লক্ষে বিভিণ্ন সেবামূলক কাযক্রম পরিচালনা করছে ।
এর মধ্যে ঊল্লেখযোগ্য হচ্ছে নানা মুখ প্রশিক্ণন,গ্রন্থাগার সেবা, যাদুঘর ভিত্তিক প্রদশণী এবং অন্যান্য প্রতিযোগিতামূলক কাযক্রম।
ক্র. নং |
সেবার নাম |
সেবাপ্রদান পদ্ধতি |
সেবার মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি |
০১ |
শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কমসূচী |
প্রতি কেন্দ্রে ৩০ জন শিশুকে এর মাধ্যমে শিশু বিকাশ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা দেয়া হচ্চে। এক বছরের কোস |
বিনা মূল্যে |
জানুযারী-ডিসেম্বর |
জেসমিন আকতার,ডাটা এন্ট্রি অপারেটর মোবাইল- ০১৭১০-৬৫৪৪৪৪ |
০২ |
শিশুর মনন মেধা ও সাংকৃতিক বিকাশ |
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা মোট ৩৬টি বিষয়ে ( সংগীত, নৃত্য,আবৃত্তি, চিত্রাংকন, দাবা ইত্যাদি ) উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে সর্বোপরি জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলা পর্যায় প্রতিবছর গড়ে প্রায় ১৫,০০০ শিশু অংশ গ্রহণ করে উপকৃত হচ্ছে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন পুস্তক প্রদর্শন, লাইব্রেরী, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। |
বিনা মূল্যে |
জানুযারী - এপ্রিল |
জেসমিন আকতার,ডাটা এন্ট্রি অপারেটর মোবাইল- ০১৭১০-৬৫৪৪৪৪ |
০৩ |
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন |
গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অবাধ অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ, জাতীয় শিশু দিবস, শিশু আনন্দ মেলা, রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তির জন্ম অথবা মুত্যু বাষিকী |
বিনা মূল্যে |
জুলাই - জুন |
জেসমিন আকতার,ডাটা এন্ট্রি অপারেটর মোবাইল- ০১৭১০-৬৫৪৪৪৪ |
০৪ |
সাংস্কৃতিক উৎসব,শিশু নাট্য প্রতিযোগিতা |
উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা পর্যায় পর্যন্ত। প্রতিবছর পর্যায়ক্রমে ০২টি উপজেলা দল ও সদরের ০১ টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ০১টি স্বনামধন্য বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রনের সুযোগ পায়। |
বিনা মূল্যে |
জুলাই - জুন |
জেসমিন আকতার,ডাটা এন্ট্রি অপারেটর মোবাইল- ০১৭১০-৬৫৪৪৪৪ |
০৫ |
শিশুদের প্রশিক্ণণ |
সাংস্কৃতিক বিভাগের প্রশিক্ষণ শাখার মাধ্যমে শিশুদেরকে ৩ বছর মেয়াদী সংগীত, নৃত্য, চিত্রাংকন ও ২ বছর মেয়াদী আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর (জানুযারী-ডিসেম্বর) সেশনে শিশুদের ভর্তি করা হয়। অস্বচ্ছল অভিভাবকদের আবেদনের ভিত্তিতে তাদের শিশুদের এবং প্রতিবন্দী শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। |
বাৎসরিক ১ম বর্ষ ১,২০০/- ২য় ও ৩য় বষ ১,১০০/- |
আবেদনের তারিখ হতে ১ সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। |
মোহাঃ ইবনে ছাউদ লাইব্রেরীয়ান-কাম মিউজিয়াম কীপার মোবাইল – ০১৭২১-৮১৬৪৮৪ |
06 |
শিশু একাডেমী গ্রন্থাগার |
২,৩৭৩টি শিশুতোষ গ্রন্থ নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থাগার রয়েছে। শিশুদের গ্রন্থাগারের সদস্য হয়ে বই সংগ্রহ করার সুযোগ আছে। |
100/-টাকা জামানত সাপেক্ষে কাড করা হয় |
সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পযন্ত খোলা থাকে |
মোহাঃ ইবনে ছাউদ লাইব্রেরীয়ান-কাম-মিউজিয়াম কীপার মোবাইল – ০১৭২১-৮১৬৪৮৪ |
০৭ |
শিশু জাদুঘর |
কোন প্রবেশ মূল্য ছাড়াই যাদুঘর প্রদশন করার সুযোগ রয়েছে। |
বিনা মূল্যে |
সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা পযন্ত খোলা থাকে |
মোহাঃ ইবনে ছাউদ লাইব্রেরীয়ান-কাম-মিউজিয়াম কীপার মোবাইল – ০১৭২১-৮১৬৪৮৪ |
০৮ |
বই বিক্রয় কাযক্রম |
বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক প্রকাশিত শিশুদের উপযোগী বই ও শিশু পত্রিকা নির্ধারিত কমিশনে বিক্রয় করা হয়। |
পুস্তকের মূল্য অনুযায়ী |
সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পযন্ত খোলা থাকে |
মোহাঃ ইবনে ছাউদ লাইব্রেরীয়ান-কাম-মিউজিয়াম কীপার মোবাইল – ০১৭২১-৮১৬৪৮৪ |
(মো: আলীমুর রেজা)
জেলা শিশু বিষয়ক কমকর্তা
রাজবাড়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস